সুফি সাধক পীর আউলিয়ার ইউনিয়ন কামদিয়া ইউনিয়ন। কথিত আছে হযরত মোহাম্মদ (সঃ) এর ইন্তেকালের পর ইসলাম প্রচারের জন্য সুদুর মদিনা থেকে অনেক সুফি সাধক পীর আউলিয়া কামদিয়া আসেন,তারই বংশ ধরের এখন কামদিয়ায় বসবাস করছে।তাই অনেক প্রখ্যাত্ব ব্যক্তিত্বের জন্ম কামদিয়ায়। সাবেক সংসদ সদস্য তাঁর জন্ম ভুমি কামদিয়ায়। তিনি একা ধারে চাকরিরত অবস্থায় এল,জি,ইডি র সাবেক প্রধান প্রকৌশলী,বি,সি,আই,সির চেয়ারম্যান সহ সচিবালয়ের বিভিন্ন গুরুত্ব পূর্ন দায়িত্ব পালন করেন।