হযরত শাহ্ খেয়ালী (রহঃ)মাজার কামদিয়া।
হযরত শাহ্ বাকের আনসারী (রাঃ) ইসলাম প্রচারের উদ্দেশ্যে মদিনা শরীফ থেকে কামদিয়া গ্রামে আসেন এবং আস্তানা স্থাপন করেন। তার অধঃস্তন পঞ্চম পুরুষ হযরত শাহ্ খেয়ালী (রহঃ) উচ্চ মর্যাদা সম্পন্ন অলী আল্লাহ ছিলেন। কামদিয়া বাজার সংলগ্ন গোরস্থানে তার মাজার স্থাপত্য নৈপূন্যে নির্মিত ছিল। যা পরে সংস্কার করা হয়েছে। তার অধঃস্তন পুরুষ নছির উদ্দিন চৌধুরী কতৃক পয়ারছন্দে রচিত আরকানুন হজ্ব নামক কিতাব থেকে জানা যায়। ১২৫০ বংঙ্গাব্দে কামদিয়া জামে মসজিদ নির্মিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস