ইউনিয়ন ডিজিটাল সেন্টার।
অবস্থানঃ জনগনের সুবিধার কথা চিন্তা করে কামদিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার টি শুরু থেকেই কামদিয়া বাজারে স্থাপন করা হয়েছে যাতে করে বন্ধের দিন সহ অফিস টাইমের বাহিরেও জনগনকে সেবাদান সম্ভব হয়।
উদ্যোক্তাঃ এস,এম,সোহায়েব হাসান (এম এম এস) মোবাইল ০১৭১২-৬১০০৬১
২০১০সালে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র তথা/ইউডিসির প্রতিষ্ঠার পর প্রধান মন্ত্রির দূূরদর্শি চিন্তা ভাবনার জন্য ডিজিটাল বাংলাদেশ পুরপুরি সফল হয়েছে। মানুষ আজ দলে, দলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইন ও মানবাধিকার বিষয়ক তথ্য নিতে ডিজিটাল সেন্টারে আসছে। সবচেয়ে আনন্দ দায়ী তথ্য হচ্ছে সমাজের অবহেলীত এবং দলিত শ্রেনী বিশেষ করে আমাদের এলাকার উপজাতিরা ডিজিটাল সেন্টারের সুবিধা বিশেষ ভাবে ভোগ করছে। তাছাড়া আমাদের চারবারের অভিজ্ঞ চেয়ারম্যান মহদয়ের সঠিক দিক নিদের্শনা ডিজিটাল সেন্টারের পরিচালনকে সহজ করেছে। তাঁর ও সচিব মহদয়ের সার্বিক সহযোগিতা ছাড়া ডিজিটাল সেন্টার চালানো সম্ভব ছিলো না। তাই কামদিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার আজ একটি শক্তিশালী সেবা কেন্দ্র তথা টেলিসেন্টারে পরিনত হয়েছে।